রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২৪ জুন ২০২৫ খ্রি: তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় রাবিপ্রবি’র মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাবিপ্রবি’র অর্থ কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার এবং রিস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও অর্থ কমিটির সদস্য জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন। এছাড়া রাবিপ্রবি’র ব্যবসায় অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার অর্থ ও হিসাব দপ্তরের সহকারী রেজিস্ট্রার জনাব টিংকেল খীসা, সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিসাব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত ১৫ কোটি ৪৭ লক্ষ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেট ১৭ কোটি ৮ লক্ষ টাকা আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতওয়ারী বাজেট সম্পর্কে আলোচনা করা হয়।